fbpx

দিগ্বিজয়

অগ্নি আধিপত্যে সদা নত শির,
শুষ্ক রোদ্দুর তপ্ত দুপুরে।
পথহারা পথিক মুখ তুলে চায়
চোখে ক্লান্তি এলে।

পিছনে রয়ে যায়,
সদ্য ভাঙা কর্কশ দেয়াল।
যে দেয়াল পেরোতে গিয়ে
তার ক্ষুরমাথা জালে আটকে গিয়ে
প্রাণ দিল কত সহস্র সৈনিক।

না-না!
সে তো সহস্র নয়।
তারও যে কত গুণ হবে!
কেই বা খবর রাখে?

তবে আকাশে চাঁদ উঠলে
ঢাকতে কেই বা পারে?
বিজয়ীর দিগ্বিজয়
বাধ্য হয়েই ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৯ - ২০২০

সায়মা শাহরিয়ার রহিতি

সেশনঃ ২০১৯ - ২০২০