fbpx

কাঠগোলাপ

আত্ম-বিজারী মনে যদি জাগতো আবার প্রাণ,
সুরেলা কণ্ঠে গাইতো আমার কাঠগোলাপের গান।

দিন ঘনিয়ে রাত্রে যখন চাঁদের আলো আসে,
কাঠগোলাপের শুভ্র মায়ায় গগনে তাঁরারা হাসে।

কোমল হাওয়ায় বিভোল-ঘোরে দুলবে তোমার মন,
সবুজ পাতায় আচ্ছাদিত শুভ্রের আলাপন।

নিবিড়চিত্তে আসলো হঠাৎ তোমার প্রেমের গান,
সত্যিই তো, ভাসছে দেখো কাঠগোলাপের ঘ্রাণ।

কাঠগোলাপের পঞ্চ গঠন, চোখ জুড়ানো সুখ,
প্রেমের ছন্দে লুকাবে তখন, চেয়ে দেখ সম্মুখ।

বৃষ্টি বলে ভিজবে তুমি, আমার প্রেমের সুরে,
রোজ সকালে শিশির নামায় ধূলিকণা যায় দুরে।

বহুপথ উড়ে ভ্রমর শেষে মেলে দিল তার পাখা,
পরাগে হলুদ আজি, অঙ্গে মধুমাখা।

আজগুবি নয় সত্যি তুমি রুপকল্পেই ঘেরা,
অধম প্রেমের ছন্দে বলি কাঠগোলাপ ই সেরা।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়