স্বপ্ন এবার আকাশ ছুঁবো
মেঘের ভেলায় ভেসে,
সাগরের নীলিমা হবো
আরও হবো সবুজ কন্যা
ঐ দূর পাহাড়ের দেশে।
পাহাড়ি ঝুমকোলতায় প্রজাপতি হয়ে
বেড়াবো উড়ে উড়ে
ফিরবো নাকো নীড়ে,
ঝর্ণাধারা হয়ে
মিশে যাবো বালুকারাশির ভীড়ে ।
আঁধার রাত্রির জোনাকি হবো
হয়ে যাবো ঝাউবনের আড়ালের লুকোনো চাঁদ
স্বপ্নজাল বুনবো আরও
ভালবাসা নিখাদ।
এমন করেই স্বপ্নের বিচরণ
হোক না আরও চয়ন
এবার বুঝি হতেই চলছে
আজন্ম স্বপ্ন পূরণ!
পেয়েছি হাতে নীল-সবুজের নিমন্ত্রণ
“২০১৫-শিক্ষা সফর”
এক ঝাঁক তরুণ স্ট্যাটিসটিসিয়ানদের দেশ ভ্রমণ।
- তাসনিম ফেরদৌস (শারমিন)https://www.thepapyrus.org/author/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8c%e0%a6%b8/বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০১৫