ওপারে বিশাল পাথরের গায়ে উৎপলা হাসি,
যেখানে স্বপ্নাতুর মনে পুষ্প রাশি রাশি ।
নেই ব্যাথা, জরাগ্রস্ত নেশা, মৃত্যুর হাতছানি,
এপারে ক্ষয়িষ্ণু হৃদয়ে কালে কালে একা অভিমানী।
ও পার আকাশে সপ্নীল মেঘের ভেলা ভাসছে,
সুখের পিদিম জ্বালিয়ে তারকারাও হাসছে।
এপারে আকাশ কদাকার বেদনায় রঙ্গিন,
যেন ভয়ে উৎকন্ঠিত হৃদয়ে কেউ কাঁদছে।
ওপারে সফলতা আর সম্ভাবনাময়ী ছায়া,
পুষ্প ভরা দিঘি ও সুনিপুণা নারীর সু মায়া।
এপারে ব্যর্থ মনের নিদারুন হাহাকার কান্না,
ছোট্র বিরহী মনের পুড়ে যাওয়া ক্ষতের কায়া।
ওপারেতে কাশফুল আর জোছনার ফেরীআলা,
সুন্দরী গাছের পাতা সাজানো দুনিয়া ঘুরছে।
এপারে প্রচন্ড খরা ঝলমলে দুঃখে ভরা,
নিভু নিভু আলোতে মৃত্যুর সাথে কেউবা লড়ছে।
ওপারে মৃদু হাওয়ায় ভাসা রূপময় গল্প,
এখানে তপ্ত বায়ু না-পাওয়ার গল্প সল্প ।
ওখানে সুখ পাখিরা ডাকছে, আছে শুধু দাঁড়িয়ে,
এপারে দুখের গল্পে সজানো কথা, হাত বাড়িয়ে।
ওপারে সুখ ও সুখ, এপারে কেন দুঃখ এতো,
কেন কান্নার হাতছানি, শুধু মৃত্যুর প্রহর গুনি।
চাই না ব্যথা চাই না জরা বিরহী বাঁশি না শুনি,
এসো সবে আশায় বাঁচি, সুখের স্বপ্ন বুণি।
- মো: শাহ জালালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
- মো: শাহ জালালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪
- মো: শাহ জালালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪
- মো: শাহ জালালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2/সোমবার, আগস্ট ১২, ২০২৪
- মো: শাহ জালালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪