fbpx

তসলিম স্যার

তখন আমাদের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার পি.এল. চলে। একদিন আমি, লাবণী আর প্রতীতি আমাদের ডিপার্টমেন্টের নিচে, মাঝখানের সিড়িতে বসে লাবণীর কাছে স্প্যানিশ ভাষা শিখছিলাম।হঠাৎ রিক্সায় করে তসলিম স্যার আসলেন। স্যারকে দেখে আমরা তিন জনই দাঁড়িয়ে পড়লাম।

রিক্সায় আসতে আসতে স্যার পেপার কাপে কফি খাচ্ছিলেন। রিক্সা থেমে গেলে স্যার রিক্সাওয়ালা মামাকে পঞ্চাশ টাকার একটা নোট দিলেন। রিক্সাওয়ালা মামা স্যারকে বিশ টাকা ফেরত দিলে স্যার বলেন, “দশ টাকা দাও।” এরপর স্যার রিক্সা থেকে নেমে কফির কাপটি ডাস্টবিনে ফেলে, স্যারের রুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন।

এরপর থেকে আমি রিক্সায় উঠলে ঠিক করা ভাড়ার চেয়ে পাঁচ-দশ টাকা বেশি দেওয়ার চেষ্টা করি।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়