

উপসম্পাদকীয় – মে ২০২৫
বছর ঘুরে মে মাস আসে। মে মাস শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক, নিরাপত্তার পক্ষে সংগ্রামের প্রতীক। মে আমাদের মনে করিয়ে দেয়—উন্নয়নের রথচাকা তখনই এগোয়, যখন শ্রমের
বছর ঘুরে মে মাস আসে। মে মাস শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক, নিরাপত্তার পক্ষে সংগ্রামের প্রতীক। মে আমাদের মনে করিয়ে দেয়—উন্নয়নের রথচাকা তখনই এগোয়, যখন শ্রমের
জানিস?তোকে ছাড়া সকালটা আমার বড্ড অলস লাগে বারান্দার হালকা রোদ, আর এক কাপ চাতোকে ছাড়া
আমরা পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী – বর্তমান ও প্রাক্তন। পরিসংখ্যান বিভাগকে আমরা আমাদের পরিবার হিসেবেই জানি। আর ‘প্যাপাইরাস’ হচ্ছে সেই পরিবারের সুখ-দুঃখের আলাপন। এখানে আমরা আমাদের আবেগ, মুক্তচিন্তা, জ্ঞান, শিক্ষা, অনুপ্রেরণা, গবেষণা, বিশ্লেষণ, মতামত প্রভৃতি নিয়ে আলাপ আলোচনায় মেতে থাকি – কখনো পরিসংখ্যান বিষয়ে, কখনো বা নিরেট সাহিত্যে। কোন বিশেষ ধারণাপুষ্ট বা নীতি-আদর্শের বশবর্তী হয়ে উদ্দেশ্যপ্রণোদিত আলাপন এখানে নিষিদ্ধ।