fbpx

ডিসেম্বর ৫, ২০২৪

ইচ্ছের আকাশবাণী

ইচ্ছে হলে বলতে পারো আমায়-
বলতে যা চাও,
ইচ্ছে হলে শুনবো আমি
কথায় কথায় তাও।

ইচ্ছে হলে মনের আকাশে খুলবে
নতুন এক দুয়ার,
ইচ্ছে হলে দেখবো আমিও –
হৃদয়ের মাতাল জোয়ার।

ইচ্ছে হলে জানিয়ে দিও-
ওই চন্দ্রসূর্য গ্রহতারা,
ইচ্ছে হলে কোনোদিন বলবে আমায়-
না পেরে তুমি হয়ে দিশেহারা।

ইচ্ছে হলে দিও আমায়
ভাললাগার ছোট্ট এক গোলাপ,
ইচ্ছে হলে শিখিয়ে দিও-
রবিবাবুর ভালোবাসার সব প্রলাপ।

ইচ্ছে হলে হাতে রেখো হাত
আমার সাথে মিলিয়ে যে কাঁধ,
ইচ্ছে হলে আমিও বোঝাবো
মনমন্দিরের যত অপূর্ণ সাধ।

ইচ্ছে হলে কোনো এক বর্ষা ধারায়
কদম হাতে দাঁড়িয়ে,
ইচ্ছে হলে মিশে যাব তুমি-আমি
সব পিছুটান হারিয়ে।

ইচ্ছে হলে বলো আমায়,
ইচ্ছে না হলেও দাও বিদায়।
আছি আমি এইতো আবার,
আজ সময় হলো যে যাবার।

মো.মুদ্দাসির হোসেন আকিব
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১৪ - ২০১৫