তুমি কি শুনেছ আর্তনাদ?
অসহায় মানুষের চিৎকার??
ধুঁকে ধুঁকে মরে সহস্র প্রাণ
যন্ত্রণার হাহাকার।
যখন পাঁকিয়ে উঠে কুণ্ডলীর ধোঁয়া,
বিপদের হাতছানি,
পদে পদে যেন আশংকার ছায়া
কে নিবে এর গ্লানি?
তুমি কি দেখেছ বিবর্ণ ধ্বংসস্তুপ?
জ্বলে পুড়ে কেমন হয়েছে ছারখার!
দিনশেষে কত নিস্তব্ধ নিশ্চুপ,
আওয়াজ শুধু স্বজনের কান্নার।
আমি দেখেছি তোমায় ধূসর, চকবাজার
শত কান্নায়ও যায় নি এখনও ধূয়ে
এভাবেই তুমি অম্লান রবে
আর্তনাদের কালের সাক্ষী হয়ে।
- সাকিয়াতুল জান্নাত রুহীhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%80/বৃহস্পতিবার, জুলাই ১১, ২০১৯
- সাকিয়াতুল জান্নাত রুহীhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%80/বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২০
- সাকিয়াতুল জান্নাত রুহীhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%80/বৃহস্পতিবার, জানুয়ারি ১৪, ২০২১
- সাকিয়াতুল জান্নাত রুহীhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%80/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১১, ২০২১