শুন্য জীবন, শুন্য ভুবন, শুন্য আবর্তন,
চারিদিকেতে রয় না মোদের,বন্ধুরা যখন।
বন্ধু মানে ফাজলামো আর বন্ধু মানে মজা,
কেউবা খুবই দুষ্টু তাদের, কেউবা সরল সোজা।
বন্ধু মানে আড্ডাবাজি, বন্ধু মানে গান,
বন্ধু মানে এই ভাব আর এই যে অভিমান।
বন্ধু মানে সবাই মিলে এক প্যাকেট চিপস,
বন্ধু মানে সমস্যাতে হাজার রকম টিপস।
বন্ধু মানে বিপদ মাঝে সাহায্যেরই হাত,
পড়লে বিপদ,থাকে পাশে, তারাই তো দিন রাত।
বন্ধু মানে,দুখের মাঝে, মুখে ফোটানো হাসি,
তাইতো বলি, বন্ধু তোদের খুবই ভালোবাসি।
- This author does not have any more posts.