গত ৩০ জুলাই, ২০১৯ ছিল কিংবদন্তি পরিসংখ্যানবিদ জ্ঞানতাপস কাজী মোতাহার হোসেন এর ১২২ তম জন্মদিন। প্রতিবারের মত এবারো এই উপলক্ষে কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ ও পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইন্সটিটিউট যৌথভাবে টি এস সি মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান এ অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন। তিনি তাঁর বক্তব্যে কাজী মোতাহার হোসেন এর স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। অনুষ্ঠানে ‘নজরুল চর্চায় কাজী মোতাহার হোসেন’ শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন বিশিষ্ট কবি ও গবেষক ড. তপন বাগচী।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ লুৎফর রহমান। এ সময় অধ্যাপক মোঃ লুৎফর রহমান তাঁর বক্তব্যে পরিসংখ্যান বিভাগের নিজস্ব নিয়মিত প্রকাশনা প্যাপাইরাস এর লেখনীতে কাজী মোতাহার হোসেন ও তাঁর জীবনদর্শন নিয়ে আলোকপাত করে নবীনদের মাঝে এই কিংবদন্তির চেতনা কে উজ্জীবিত রাখার প্রচেষ্টার কথা উল্লেখ করেন। কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী রওনাক হোসেন অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন। অনুষ্ঠানটিতে পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইন্সটিটিউট-এর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের যে সব শিক্ষার্থী মেধার স্বাক্ষর রেখেছেন তাদের কাজী মোতাহার হোসেন স্বর্ণপদক ও বৃত্তি প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক, সনদ ও বৃত্তি পেয়েছেন ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে প্রথম স্থান অধিকারী উম্মে নাঈমা ইসলাম ও এবং ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে প্রথম স্থান অধিকারী বিকাশ পাল। এ ছাড়াও কাজী মোতাহার হোসেন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন পুরস্কার তুলে দেয়া হয়।
- তাসমিয়াহ সাদ সুতপাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a4%e0%a6%aa%e0%a6%be/মঙ্গলবার, মার্চ ১৭, ২০২০
- তাসমিয়াহ সাদ সুতপাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a4%e0%a6%aa%e0%a6%be/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১১, ২০২১
- তাসমিয়াহ সাদ সুতপাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a4%e0%a6%aa%e0%a6%be/সোমবার, আগস্ট ১২, ২০২৪