fbpx

অক্টোবর ১৩, ২০২৪

Notice Board Feature Image

DUSDAA Seminar Notice

তারিখ: ১৬/০৭/২০১৯

প্রতি,

চেয়ারম্যান
পরিসংখ্যান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

বিষয়: DUSDAA Seminar প্রসঙ্গে

জনাব,

DUSDAA Trustee Board & Executive Committee এর যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন থেকে একাডেমিক/গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে DUSDAA মাঝে মধ্যে একাডেমিক সেমিনারের আয়োজন করবে। এ লক্ষ্যে আগামী ২৫/০৭/২০১৯ তারিখ বৃহস্পতিবার দুপুর ১২:০০টায় 1st DUSDAA Seminar পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হবে।

উক্ত সেমিনারে আপনার বিভাগের শিক্ষকমন্ডলী ও এম.এস. শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদান্তে,

(Prof. Md. Lutfor Rahaman)
Secretary General
DUSDAA