পোড়া কাঠ
এই শহর চিল-কে এতই
আপনার করে নিয়েছে যে,
অসহায় কাকের নির্লিপ্ত
অভিমানের আবেগ ছুঁতে পারে না।
শহুরে আত্মায় প্রখর রোদ
এতটাই প্রকটভাবে ছেঁয়ে আছে যে,
ঝুম বৃষ্টিকে
যান্ত্রিক ধুলো করে দুঃছাই।
কংক্রিটের দৃঢ়তায় শহর আজ
এতটাই ভঙ্গুর যে,
মাটির কাছাকাছি, মনের কাছাকাছি,
দৃঢ় বন্ধন কে কর্দমাক্ত মনে হয়।
শহুরে আত্মাগুলো
আজ কথার স্পর্শ পেতে,
মাতালের মতো
মোবাইলের স্ক্রিন ছুঁয়ে বেড়ায়।
বিষাক্ত গ্যাসের মাঝে
বেড়ে ওঠা মানুষগুলো কি কখনোও
মাটির চুলায় পোড়া কাঠের
অস্তিত্বকে অনুভব করে?
না কি নিজেরাই একেকটা পোড়া কাঠ হয়ে বেঁচে আছে?
কিন্তু, মাটির চুলার সেই সুবাস তো বাতাসে ভাসে না।
কমেন্ট করুন
সেশন: ২০১৮ - ২০১৯