fbpx

অক্টোবর ১৬, ২০২৪

চক্রব্যূহ

এসেছে ফাগুন, লেগেছে আগুন
কৃষ্ণচূড়ার ডালে,
হাঁটছি একা, হঠাৎ দেখা
বিরুদ্ধতার জালে।
জালে জড়িয়ে, পথ হরিয়ে
চক্রব্যূহে ঘুরি,
যখনই তাকাই, পলক ঝাঁকাই
অস্পৃশ্য কুঁড়ি।
লাগলো নজর, হাড়ভাঙা ঝড়

হৃদয়পুরী ছার,
নষ্ট প্রহর, ভ্রষ্ট কুহর

আত্মা তুমি কার?