জুন ২০, ২০২৫

একুশে বইমেলায় প্রকাশিত হলো কৃতি বাঁধনের ‘বিজু সাহেব’

অমর একুশে বইমেলা, ২০২০-এ প্রকাশিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী কৃতি সুন্দর দে’র লেখা থ্রিলার উপন্যাস ‘বিজু সাহেব’। বইটি প্রকাশ করেছে ‘প্রিয় বাংলা প্রকাশন’। বইটির প্রচ্ছদ করেছেন শ ই মামুন। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ২২৩-২২৪ নং স্টলে। বইটির মূল্য ১৫০ টাকা মাত্র।

IMG 20200212 182724

নিজের লেখা প্রথম বই ‘বিজু সাহেব’ সম্পর্কে  লেখক প্যাপাইরাসকে বলেন, “একজন লেখকের তার নিজের লেখার ভেতর ফেঁসে যাওয়ার গল্প ‘বিজু সাহেব’। এটি একটি এক্সপেরিমেন্টাল লেখা। থ্রিলারের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময়ই স্বাভাবিক জীবনযাপনের থেকে ভিন্ন কিছু করার সময় রহস্যময় অভিজ্ঞতার প্রতিফলন দেখি। উপন্যাসটিতে চেষ্টা করেছি স্বাভাবিক জীবনযাপনের মধ্যেই থ্রিলারের স্বাদ আনতে। কতটুকু পেরেছি তা পাঠক বিচার করবে। আশা করছি ভালো লাগবে।“

প্রতিবেদক: মোঃ হুমায়ন কবির

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp