মনের ঘরে কড়া নাড়ে কোন্ মায়া!
জানলা খুলে খুঁজি আমি তার ছায়া।
কবে কোথায় দেখেছি, তা নেই মনে
দেখেছে কি আমায় কভু সেই জনে!
দেখেছিলাম সঙ্গোপনে এক দু’বার
বলেছিলাম মনে মনে বেশুমার
কী বলেছি— সেই কথা আজ নেই মনে
জানতে কভু চায়ওনি যে সেই জনে।
কী আর হবে গল্প খুঁড়ে এই বেলা
ভেঙে গেছে কবে সে রঙিন মেলা!
এখন শুধু ঝরা পাতার গান শুনি
দু’চোখ বুজে তার চরণের তাল গুনি।
পরিচালক | আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
প্রাক্তন শিক্ষার্থী
সেশন: ১৯৯২ - ১৯৯৩
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- দেলোয়ার হোসেনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/বুধবার, জুলাই ১, ২০১৫
- দেলোয়ার হোসেনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/মঙ্গলবার, মার্চ ১৭, ২০২০
- দেলোয়ার হোসেনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- দেলোয়ার হোসেনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০
- দেলোয়ার হোসেনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২০