আমি এক পথিক এ বিশ্বলোকে
যাত্রা মোর অসীম হতে অসীমের তরে
থেমেছিনু আমি তার মাঝে
কিছু কাল মোহে আর কিছু কাল শোকে।
যত শপথ অঙ্গিকার
অন্তর্টান বক্ষফাটা হাহাকার
বহুদিন পর বহুদিন ধরে জানিলাম মনে
বৃথা এ শোক বৃথা ক্রন্দন
কালের যাত্রাপথে নশ্বর
সব জাগতিক বন্ধন।
আজি এ নতুন প্রভাতে
মোর মৃত্যু নবজন্ম সন্ধিক্ষণে
চলিলাম মুখে হাসি ধরে
সকল মায়াজাল ছিন্ন করে
অসীম হতে
অনন্ত অসীমের তরে।
- এস এম সেলিম রেজাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be/বৃহস্পতিবার, মে ৯, ২০১৯
- এস এম সেলিম রেজাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be/বৃহস্পতিবার, মে ৯, ২০১৯