fbpx

অক্টোবর ১৬, ২০২৪

শুধু একটি অঙ্গুলি

গুমোট বুকের দু:সহ বোঝা নিয়ে
শত সহস্র মানুষের দুর্বিনীত জমায়েত
শুধু একটি অঙ্গুলি দেখবার জন্য।

রাস্তায়, ময়দানে, দালানের ছাদে, গাছের ডালে
অন্তত এক পায়ে দাঁড়িয়ে অধীর অপেক্ষা
শুধু একটি অঙ্গুলি দেখবার জন্য।
স্প্রিন্টের ট্র্যাকে বাঁশির হুইসেলের অপেক্ষায় থাকা
উন্মত্ত তরুণের মতো আবাল-বৃদ্ধ-বণিতার নিস্তব্ধ প্রতীক্ষা
শুধু একটি অঙ্গুলি দেখবার জন্য।

চৈত্রের দাবদাহে নাভিশ্বাস কৃষকের
এক ফোঁটা বৃষ্টি কামনার মতো অধীরতা
শুধু একটি অঙ্গুলি দেখবার জন্য।
মাতৃজঠর থেকে মুক্ত দুনিয়ায় আসবার তীব্র বাসনায়
ছটফটে শিশুর মতো লক্ষ জনতার মুষ্ঠির উন্মাদনা
শুধু একটি অঙ্গুলি দেখবার জন্য।

অবশেষে সময় থমকে দাঁড়িয়ে যায়
মানচিত্র বদলে দেয়ার বারুদ নিয়ে
ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের মতো
তাঁর বহুপ্রতীক্ষিত দীর্ঘকায় অঙ্গুলি আত্মপ্রকাশ করে !
হ্যামিলনের বাঁশিওয়ালার ইতিহাস ঢেকে দিয়ে
পোড়ামাটি মানুষের ঢল নামলো যেন !
বেজে উঠলো দামামা
আকাশমুখী সেই অঙ্গুলির এঁকে দেয়া রেখা ধরে
জেগে উঠলো ছাপ্পান্ন হাজার বর্গমাইল।
শুধু একটি অঙ্গুলির জন্য।

পরিচালক | আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

প্রাক্তন শিক্ষার্থী
সেশন: ১৯৯২ - ১৯৯৩
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়