fbpx

ডিসেম্বর ৫, ২০২৪

একদিন থেমে যাবে মৃত্যুর মিছিল

একদিন নিশ্চয়ই
থেমে যাবে মৃত্যুর মিছিল,
সোনালি আলোর ঝর্নায় ভেসে যাবো আমরা-
আমাদের শিশুরা ছুটে বেড়াবে
একদিন নিশ্চয়ই …

জীবাণুর সাথে এই দিনরাত যুদ্ধে
একদিন নিশ্চয়ই জিতে যাবো আমরা
আমাদের জিততেই হবে –

আমাদের যত প্রিয়মুখগুলো
ঢাকা পড়ে আছে
এন-৯৫ এর আড়ালে,
আবার আমরা তাদের দেখতে পাবো-

হারিয়ে ফেলেছি যাদের
অসহায় নিরুপায় একাকী
সেই প্রিয় মুখগুলি ভেবে
রুপালি জল জমবে চোখের কোলে

তবু জেনো, একদিন –
আমরা আবার ঘর থেকে বেরুবো,
শ্বাস নেবো মুক্ত বাতাসে –
হাসবো, খেলবো,
গান গাইব গলা ছেড়ে –
অপেক্ষা যত দীর্ঘ হয়
ততো বেশি আশায় বুক বাঁধি
একদিন নিশ্চয়ই …

profile pic

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ১৯৯২ - ১৯৯৩