fbpx

অক্টোবর ১৬, ২০২৪

প্রথম

প্রথম সবকিছুই জীবনে এক অন্যরকম অর্থ বহন করে। জীবনের প্রথম পদক্ষেপ, প্রথম মুখের বুলি, প্রথম স্কুল, প্রথম খেলা, প্রথম পুরস্কার, প্রথম ভালোবাসা, প্রেমিকার হাতের প্রথম স্পর্শ, প্রথম উপার্জন, প্রথম সন্তান এমনকি প্রথম পেনশন। কালের পরিক্রমায় আজকে প্যাপাইরাসের অনলাইন ভার্সনের প্রথম জন্মবার্ষিকীও চলে আসলো। কতই না দ্রুত চলে যায় সময়। অনলাইন প্যাপাইরাসের প্রথম আত্মপ্রকাশের দিনই আমার হাতে উঠেছিল QMH Statistics Club এর প্রথম কুইজের পুরস্কার। যার শুরুটা আমার জন্যে এতটা আনন্দের তার জন্মবার্ষিকীতে কিছু লিখা হয়ত আমার জন্য কর্তব্য হয়েই যায়। যদিও লেখালেখির অভ্যাসটা আমার নেই বললেই চলে।

প্যাপাইরাসের সাথে সম্পৃক্ততা আমার নেই বললেই চলে। তবে যতটুকু আছে তাতে এতটুকু বলতেই পারি যে সঠিক হাতেই রয়েছে প্যাপাইরাসের হাল। সবাই এখানে পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ। প্রতিটি সেকশনকে সুন্দর ও প্রাণবন্ত করে রাখতে তাঁরা করে চলেছেন নিরলস পরিশ্রম। পড়াশুনা, পরীক্ষা, নিজস্ব কাজ, ক্যারিয়ারের পাশাপাশি এরকম একটা সেক্টরে কাজ করার প্রয়োজনীয়তা প্রায় আমরা ভুলতেই বসেছিলাম। এতো কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও বর্তমানে এই অনলাইন ম্যাগাজিনে প্রতিনিয়তই আসছে খুবই ভাল মানের লেখা যা হয়ত প্যাপাইরাসের উদ্ভব না হলে কেউই জানতে পারত না।

পরিশেষে প্রথম জন্মবার্ষিকীতে রইল অনেক অনেক শুভকামনা। এখনও অনেক পথ চলার বাকি, সবে তো শুরু।

রাফিইউ হোসেন অর্নব
পরিসংখ্যান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
সেশনঃ ২০১৮-১৯

রাফিইউ হোসেন অর্নব সেশন ২০১৮ ১৯
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ

সেশনঃ ২০১৮-১৯