আপনি কি কখনো কারও চোখের দিকে তাকিয়েছেন?
একজোড়া কালো চোখের গভীরতায় হারিয়েছেন কখনো?
অথবা, রাঙা হয়েছেন কারো চোখের দুষ্টুমিতে।
পরাজিত হয়ে বাসা থেকে পালানো কোন মেয়ের চোখ দেখেছেন?
অথবা, স্বপ্নভেঙেে যাওয়া কোন তরুণের চোখ?
পাঁচ তারকা কোন রেস্টুরেন্ট বা কে এফ সি এর সামনে থাকা কোন পথশিশুর চোখ?
মধ্যবিত্ত পরিবারের মা বাবার স্বপ্নদ্রষ্ট চোখ –
অথবা, মধ্যবিত্ত পরিবারের ত্যাগ স্বীকারকারী কোন বোনের চোখ?
কাঁটাতারে ঝুলে থাকা ফেলানী, বা ধর্ষিত তনুর মা বাবার চোখ
অথবা তাদের ভাইয়ের জ্বলন্ত দুটি চোখ..
না আমরা এগুলো দেখতে চাই না,
এই চোখগুলোতে কি দুষ্টামি আছে? না আছে গভীরতা…?
আমরা বরং বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপকের অথবা পরিমলের চোখ দেখি ।
দেখি না সেই দুঃখ ভরা চোখগুলি,
কষ্ট নিয়ে বেঁচে থাকা চোখগুলি,
কেন খুঁজি না বৃদ্ধাশ্রমে বসে থাকা সেই মানুষ গুলির চোখ ?
- This author does not have any more posts.