fbpx
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

আমরা শোকাহত

মরীচিকার মতোই জীবন আমাদের, ক্ষুদ্রের চেয়েও ক্ষুদ্র। এ স্বল্পদৈর্ঘ্যের জীবনেই কিছু মানুষ দাপিয়ে বেড়ায় তার মেধা, মনন ও কৃতিত্বে। এমনই সম্ভাবনাময় প্রাণ যার এ পৃথিবীকে দেওয়ার ছিল দু হাত ভরে, সেই প্রাণ যখন অকালেই হারিয়ে যায় তার হারানোর ক্ষত হয়ে ওঠে অভাবনীয়। রেখে যায় অপূরণীয় শূন্যতা।

সড়ক দুর্ঘটনায় আমরা হারিয়েছি এমন এক প্রতিভাবান শিক্ষার্থী আমজাদ হোসেন রিফাতকে। রিফাত পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ রবিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় মোটর বাইক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে প্রাণ হারান রিফাত।

‘প্যাপাইরাস’ পরিবার রিফাত এর আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। সড়ক দূর্ঘটনায় যেন আর একটি প্রাণও ঝরে না যায় এমনই প্রত্যাশা আমাদের সকলের। সড়ক হোক নিরাপদ, মৃত্যুকূপ নয়।