ভালো নেই মোতিহার, নেই কার্জন।
ভালো নেই দেশমাতা; ভরা দুর্জন।
ভালো নেই নারী আজ ধর্ষণ ভয়ে
শহরটা ছেয়ে গেছে পশুদের লয়ে।
চোরদের বড় গলা, সাধুদের ডর
ভালো নেই কোথা কেউ; করোনার ঝড়।
ভালো নেই ছয়গুলো হয়ে নয়-ছয়
ভালো নেই সংবাদ সাতান্ন ভয়।
ভালো নেই মজদুর, নেই পাতে ভাত
ফুটপাতে মজুরের কাটে দিনরাত।
ভালো নেই, ভালো নেই, ভালো নেই কেহ
ভালো নেই কোনকিছু, মন কিবা দেহ
তাও বলি ভালো হোক, ভালো হবে কবে?
দুর্দিন যাবে কেটে, সুখী হবে সবে।
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, মে ৯, ২০১৯
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, মে ১৪, ২০২০