জুন ১৮, ২০২৫

পরিসংখ্যান বচন (পুথি)

শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন
পরিসংখ্যান পড়িবার কথা করিব বর্ণন।

আ…রে
১৯৫০-এ মোতাহার স্যার করিলেন শুরু
হাজার হাজার ছাত্র এখন শত শত গুরু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ
মোতাহার হোসেন স্যারের প্রতি সবার অনুরাগ।

আ…রে
দিনাতিপাত যদি বলি এখানে সবার
চার তলাতে উঠতে নামতে জীবন ছারখার।
আটটা থেকে চারটা নাগাদ ক্লাশ চলে রোজ
কখন নাস্তা কখন লাঞ্চ নেইতো কোনো খোঁজ।

আ..রে
ইনকোর্স থাকে সপ্তায় একটা বছর শেষে ফাইনাল
পরীক্ষার আগের রাতে সবে বেসামাল,
সামার এবং রমজানে ছুটি যখন জোটে
কেউ ঘোরে লঞ্চ-ট্রেনে কেউবা ইন্টারনেটে।

আরে,
সিগারেটের ধোঁয়াতে কেউ প্রিয়ার ছবি আঁকে
কেউবা আবার দুঃখ-কষ্ট-হতাশা ঢাকে।
একই ক্লাশের মানুষগুলোর ভাবনাতো এক নয়,
নানান রংয়ের স্বপ্নগুলো নানানরকম হয়।

নাজিয়া তাসনিম
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৭-১৮

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ