জুন ১৮, ২০২৫

কতদিন পরে এলে!

কতদিন পরে এলে!
আমায় এখনও তোমার মনে পড়ে?
তোমার মুখের স্নিগ্ধ হাসিটা
কী গভীর মমতায় একদিন ঘিরে ছিল আমার চারপাশ
তারপর কোথায় হারালে…

অনেক খুঁজেছি তোমায়
কেটে গেছে কত দিন, মাস, বছর …
হিসেব কষতে ভাল লাগে না আর,
মন খারাপের হিসেব কষে লাভ কী বলো?
তার চেয়ে সেই লাল ইট বিছানো পথে
চলো ঘুরে আসি
হোঁচট খেয়ে পড়ে যাবার ছুতোয়
শক্ত করে ধরে নেব তোমার হাত
তারপর হাতে হাত, চোখে চোখ, আঙুলে আঙুল …
এতদিন পর যদি দেখা হল আবার।

profile pic

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ১৯৯২ - ১৯৯৩

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ