fbpx

ডিসেম্বর ৭, ২০২৪

খোকা তুই মানুষ হবি

কানে কানে বাবা বললে এসে,
খোকা তুই মানুষ হবি অমানুষের ভীড়ে।

তুই রাজশাহীর খুকি হবি,
নূর হোসেন আর আজাদ হবি,
রুমীর মতো বুক চিতিয়ে স্বাধীনতার গানটি গাবি।
খোকারে তুই মানুষ হবি।

মানুষ সে-তো মন আছে যার,
হুঁশ আছে যার, আছে অপার স্নেহ
অন্ধ হয়ে টাকার পিছে মানুষ ছোটে কহ?
খোকারে তুই মানুষ হবি, কামাইটুকু বিলিয়ে দিবি,
ভালোবাসা ছড়িয়ে দিয়ে, মন আর হুঁশের মানুষ হবি।
ষোলআনা মানুষ হবি।

খোকারে তুই সুদেব হবি,
ময়নার ঘর গড়িয়ে দিবি,
রহিমউদ্দির বিকানো ভ্যান কিনে তারেই ফেরত দিবি,
আপন মুখের খাবারটুকু অনাহারে বিলিয়ে দিবি।
খোকারে তুই খাঁটি একজন মানুষ হবি।

বিদ্যা-বিলে নাইবা হলি, সুভাষ-কালাম নাইবা হলি,
এঁদের মতো মানুষ হবি।
উঁচিয়ে গলা নির্যাতিতের পক্ষ হয়ে লড়েই যাবি।
খোকারে তুই নরম মনের সাহসী এক মানুষ হবি।

জানিরে বাপ কষ্ট পাবি,
মানুষ হয়ে পশুর মাঝে রইতে বড় কষ্ট পাবি।
তাও বলি বাপ মানুষ হবি,
খোকারে তুই আগাগোড়া মানুষ হবি।

0504 হরিপদ শীল অব্যক্ত Poem 2nd 1
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭