জুলাই ১০, ২০২৫

ওপারে ভাল থাকবেন, স্যার।

কাজী মোতাহার হোসেন ভবনের চতুর্থ তলার করিডোরের সদা হাস্যোজ্জ্বল মুখগুলোর একজন তসলিম স্যার। শিক্ষক হিসেবে তো বটেই, একজন ভাল মানুষ হিসেবেও স্যার সব সময়ই শ্রদ্ধার আসনে ছিলেন, আছেন এবং থাকবেন।

স্যার একদিকে যেমন চমৎকার পড়াতেন, অন্যদিকে তাঁর বিনয়ী ও অমায়িক ব্যবহার ছিল মুগ্ধ করার মতো। স্যারের সাথে আমার শেষ স্মৃতি জানুয়ারি ৩, ২০২১ তারিখে। চুয়াল্লিশ সেকেন্ডের কথোপকথনের শেষ লাইনটি ছিল এমন, “আপনার জন্য অনেক শুভ কামনা নাঈমা, ভাল থাকবেন।” সেই শান্ত, ধীর-স্থির গলার স্বরটা আর কখনো শুনতে পাব না – ভাবতেই চোখের কোণে পানি চলে আসে। পরিসংখ্যানের সাথে অনেকটা পথ পাড়ি দেবার অনুপ্রেরণা আপনার থেকেই পাওয়া, স্যার। আপনার শুভকামনা নিয়েই বাকিটা পথ চলতে চাই। ওপারে ভাল থাকবেন, স্যার।

Umme Naima
প্রভাষক | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp