fbpx

জানুয়ারি ১৯, ২০২৫

উৎসর্গ

আমাদের সবার প্রিয় অধ্যাপক শ্রদ্ধেয় ড. তসলিম সাজ্জাদ মল্লিক স্যারকে উৎসর্গ করে
ক খ ক খ ক খ খ ক গ ঘ গ ঘ গ ঘ- ছন্দে একটি অ্যাক্রস্টিক সনেট লেখার চেষ্টা করেছি যার প্রতিটি চরণের প্রথম অক্ষরগুলো সাজালে হবে- অমায়িক অধ্যাপক তসলিম স্যার।

অতি উজ্জ্বল এক নক্ষত্রের আলোক
মাটির সাথে মিশে করে জ্ঞান বিচ্ছুরণ।
ইষ্ট চিন্তা পরতরে মনে রেখে বন্ধক
করে যায় বপন- অঙ্গনের উন্নতির নিদান।
অনন্য সরলতার বলিষ্ঠ দৃষ্টান্ত এক
ধ্যানে জ্ঞানে উচ্চাকাঙ্ক্ষী পিপাসু প্রাণ।
পরিবর্তন উদ্বোধন, উন্নয়নে শত গুণ
কল্পনা সর্বত্র আমরণ চিত্রায়িত হোক!

তবে সব মৃত্যু, স্মৃতি মুছে দেয় না
সব কথা সব কাজ, হয় নাকি নিঃশেষ?
লিখা থাকে অমলিন হাসিমুখ আয়না,
মনে কত মানবের অধ্যাহৃত অমর বেশ!
স্যার অমূল্য ছোটগল্প ভুলে থাকা যায় না।
রচিত মহাজীবন, শেষ হয়েও হয় নাকো শেষ।।

সুপ্তি
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১৭-১৮