fbpx

জানুয়ারি ২১, ২০২৫

সম্পাদকীয় – ফেব্রুয়ারি ২০২১

তসলিম (পারতু) ছিলো পরিসংখ্যান বিভাগের প্রাণ। ওকে হারিয়ে বিভাগটি যেন মৃতপ্রায়।

ওর বাবা (এই বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহাদাৎ আলি মল্লিক স্যার) আমাদের সবার প্রিয় শিক্ষক। তসলিম ছিলো সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান। ওর মতো জনপ্রিয় শিক্ষক বাংলাদেশে বিরল। গবেষণা-কাজেও ওর ছিলো অসাধারণ দক্ষতা। এর পাশাপাশি QMH Statistics Club-এর প্রতিষ্ঠাতা-আহ্বায়ক হিসেবে ছাত্রছাত্রীদের পরিসংখ্যান চর্চায় সে রেখেছে অসামান্য অবদান। এ ছাড়াও, তসলিম ছিলো ‘প্যাপাইরাস’ পত্রিকার সম্পাদনা পর্ষদের সদস্য।  

পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু নাকি পিতার কাঁধে সন্তানের লাশ – এই ভার মল্লিক স্যার বয়ে যাচ্ছেন কীভাবে!

তারকাখচিত মল্লিক পরিবারের অধিকাংশ সদস্য এই বিভাগের কৃতী ছাত্র বা শিক্ষক ছিলেন। হঠাৎ করে তসলিমকে হারিয়ে তাঁরা শোকে মুহ্যমান। আসুন আমরা সৃষ্টিকর্তার কাছে তসলিম ও তার পরিবারের জন্য প্রার্থনা করি।

IMG 6678

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪