fbpx

জানুয়ারি ১৯, ২০২৫

সম্পাদকীয় – মার্চ ২০২১

‘দেশ’ তো স্বাধীন, নয় প্রলাপ।
জাতির জনক,
বজ্র-কথক,
অর্ধশতক লাল গোলাপ।

‘দশ’ কি স্বাধীন? অধীন নয়?
বলতে কথা
ভয়, জড়তা –
তাদেরকে কেউ স্বাধীন কয়?

গদির কাছের বধিরগণ
‘যদি’র ভয়ে
অধীর হয়ে
সামলাতে চায় কবির মন!
IMG 6678

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪