fbpx

অক্টোবর ১৬, ২০২৪

অণুজীব

কায়া
অদৃশ্য সত্তার উর্বীতে করি না কারো মাথা নত,
আহা সেই অদৃশ্য ক্ষুদ্র অণুজীবের পক্ষাঘাতে
পচে মরে মানব জাতি কত শত।
আছে কত মিসাইল, নেই কার বোমারু,
কার আছে কত সৈন্য সামন্ত
আহা সবই মিছে,
ছুটি কার পিছে,
যেথা নেই তার কোন দিক দিগন্ত।
আজই সভ্যতার জরে সংস্কৃতির পিঠে ঠেকাও ক্ষেপণাস্ত্র,
কে জানিত হায় সেই সভ্যতার পিঠে চড়ে ভাই সভ্যতাকে করিবে অধীনস্থ।

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়