fbpx
বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

আষাঢ়ের গান

জ্যৈষ্ঠের শেষ প্রায়         আষাঢ় যে এলো হায়

কালো মেঘে ঢাকা চারিপাশ।

বায়ু বয় শনশন         শুরু হলো একি রণ

প্রকৃতির মোরা  আজি দাস।

দিনে এলো রাত নেমে         বাজ পড়ে থেমে থেমে

দাদু বসে বাঁধে গান শত।

ঐ কান পেতে শোন         ব্যাঙ ডাকে ঘনঘন

পাখি উড়ে নীড় খোঁজে কত।

বধূ ছোটে খলা পানে         ধান খড় তুলে আনে

গরুসব বাটীপানে ধায়।

আম পড়ে ধড়ধড়           ভাঙে ডাল কড়মড়

বাহির যে হয়া হলো দায়।

হাঁটুকাদা মেঠোপথে          হাঁটুজল আঙিনাতে

হরিয়াছে সবাকার লাজ।

ছন চাল গেল উড়ে           বাবা এলো লয়ে তারে

দাদু বসি বাঁধে তায় আজ।

মায়ে মাখে চা’ল ভাজা         আহা সেকি খেতে মজা

আকাশটা কাঁদে অবিরত!

হাঁস করে জলকেলি            আঙিনায় ডানা মেলি

তরুলতা স্নানে যেন রত।

বেগ বুঝি এলো কমে           মাছধরা যাবে জমে

খলসানি ফেলি আসি ত্বরা।

ঘনঘোর বরষায়             কী জানি এ মনে চায়

আনন্দ বেদনায় ভরা।

0504 হরিপদ শীল অব্যক্ত Poem 2nd 1
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭