fbpx

ডিসেম্বর ৫, ২০২৪

সম্পাদকীয় – নভেম্বর ২০২১

ভার্সিটিতে এখন পরীক্ষার মৌসুম চলছে। এ প্রসঙ্গে একটা লিমেরিক (Limerick) লেখার চেষ্টা করা যাক:

এগজ্যাম চলে এলো, কী ভীষণ!
যত পড়ি, দেই যত রিভিশন –
খাতা-ভরা যা-তা নোট,
খ্যাপা মন বাঁধে জোট,
ঘরের শত্রু যেন বিভীষণ!

[লিমেরিক হলো পাঁচ লাইনের ছড়া, যার অন্ত্যমিল থাকে (ক) প্রথম, দ্বিতীয় ও পঞ্চম লাইনে এবং (খ) তৃতীয় ও চতুর্থ লাইনে।]

IMG 6678

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪