জুলাই ১০, ২০২৫

বিদায় বেলায় পিছু ফিরে তাকাতে নেই

বিদায় বেলায় পিছু ফিরে তাকাতে নেই

হাজারো চোখের অশ্রু জলের প্লাবনে ভাসতে নেই

বেদনায় ভরা চোখে চোখ রাখার চেয়ে

পৃথিবীতে আর কোন কষ্ট নেই!

বিদায়ের বেদনায় হে বিদায়ী অতিথী

তুমিতো কষ্টে ভোগ হিমালয় সম মম

যারা রল পিছনে পড়ে তোমার বিদায় বেলায়

তাদেরও দুঃখ তেমন, তোমার যাতনা যেমন।

চেয়ে দেখ স্রোতস্বিনী নদীর ছুটে চলায়

চলেছে সে অবিরাম নিরব ধ্যানে

পিছনে কত দুঃখ বেদনা আনন্দ সুখ স্মৃতি

পড়ে থাকে, নদি বয়ে যায় নিরবে।

ওগো অতিথী, যাক ফেটে বুক, বেদনার চোখ

উঠুক ভরে কষ্টের লোনা জলে

সে জল মুছতে নেই, তাকে ঝরতে দাও

বেদনার ভারে ভারাক্রান্ত হৃদয়ে-

বিদায় বেলায় পিছু ফিরে তাকাতে নেই

অতীতের পানে ছুটে অশ্রু জলে ভাসতে নেই।

সুলতান মাহমুদ
প্রতিষ্ঠাতা সদস্য | বাংলাদেশ কবিসভা(বাকস)

জন্ম ০৩ জুলাই, ১৯৮৬ সালে শরীয়তপুর জেলার নড়িয়া থানার চরআত্রা গ্রামে নানার বাড়িতে। বাবা- মো: আবদুল লতিফ, মা- সাহিদা বেগম। শৈশব ও কৈশোর কেটেছে চরজুজিরা ও সাহেবেরচর গ্রামে। লেখকের পৈত্রিক বাড়ি তিন বার পদ্মার প্রবল নদি ভাঙ্গনের শিকার হয়েছে। বর্তমানে লেখকের বাড়ি নড়িয়া পৌরসভার পশ্চিম লোনসিং গ্রামের বাংলাবাজারে। তিনি ব্যবস্থাপনা ও ইংরেজী সাহিত্যে পৃথকভাবে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। বর্তমানে তিনি আইন বিষয়ে পড়াশোনা করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক সংগঠন “আবৃত্তি একাডেমির” সদস্য ও বাংলাদেশ কবিসভা(বাকস) এর প্রতিষ্ঠাতা সদস্য। দেশবরেণ্য গবেষক ও ছিটমহল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব জনাব এ এস এম ইউনুছের “পদ্মা পাড়ের মানুষের জীবন ও সংগ্রাম” বইতে লেখককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। লেখকের প্রকাশিত বইসমূহ:

বনফুল(ছোট গল্প)

কান্নার সমুদ্রে এক চিলতে হাসি(কাব্য গ্রন্থ)

রক্ত নদে লাল গোলাপ(ছোট গল্প)

নিস্তব্ধ শ্রাবণ(কাব্য গ্রন্থ)

চাঁদের দেশে তপু(উপন্যাস)

বরফকুমারী(ছোট গল্প)

বিড়ালের ভবিষ্যৎ ( ছোট গল্প)

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ