পাতা ঝরার দিনগুলো
মলিন, দুঃসহ, বেদনাময়
বর্ণহীন, গন্ধহীন, প্রাণহীন।
আসলে কি ততটাই প্রাণহীন?
ততটাই মলিন?
ততটাই বেদনাময়?
পাতা ঝরার দিনগুলো মানেই-
নতুন পাতা গজানোর সম্ভাবনা।
পাতা ঝরার দিনগুলো মানেই-
নতুন রং, নতুন গন্ধ, নতুন প্রাণ।
পাতা ঝরার দিনগুলো মানেই-
নব উদ্যমে ছুটে চলা।
পাতা ঝরার দিনগুলো মানেই-
প্রকৃতিকে নতুন সাজে সাজানো।
পাতা ঝরার দিনগুলো মানেই-
সুন্দরের উত্থান, অসুন্দরের পতন।
নতুনের আগমন, পুরাতনের গমন।
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- উম্মে সালমাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be/বৃহস্পতিবার, অক্টোবর ১৪, ২০২১
- উম্মে সালমাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১০, ২০২২
- উম্মে সালমাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be/বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২
- উম্মে সালমাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be/বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২
- উম্মে সালমাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be/বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩