fbpx

ডিসেম্বর ৫, ২০২৪

পাতা ঝরার দিনগুলো 

পাতা ঝরার দিনগুলো
মলিন, দুঃসহ, বেদনাময়
বর্ণহীন, গন্ধহীন, প্রাণহীন।

আসলে কি ততটাই প্রাণহীন?
ততটাই মলিন?
ততটাই বেদনাময়?

পাতা ঝরার দিনগুলো মানেই-
নতুন পাতা গজানোর সম্ভাবনা।

পাতা ঝরার দিনগুলো মানেই-
নতুন রং, নতুন গন্ধ, নতুন প্রাণ।

পাতা ঝরার দিনগুলো মানেই-
নব উদ্যমে ছুটে চলা।

পাতা ঝরার দিনগুলো মানেই-
প্রকৃতিকে নতুন সাজে সাজানো।

পাতা ঝরার দিনগুলো মানেই-
সুন্দরের উত্থান, অসুন্দরের পতন।
নতুনের আগমন, পুরাতনের গমন।

1001 উম্মে সালমা
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়