কী দারুণ নিদারুণ প্রহসন চারিধারে
কদাকার কদাচার সম্মুখে সারে সারে।
সৃষ্টির সেরা যারা দাবী করে বুক ফুলে
ভেবে দেখ ওরাইতো সব নষ্টের মূলে।
যুদ্ধ কী যুদ্ধ ভালোবাসা রুদ্ধ
উন্মাদ বদ্ধ, যুদ্ধ কী যুদ্ধ
নেই প্রেম শান্তি সেনাদের শ্রান্তি
ভ্রান্তি, ভ্রান্তি চৌদিকে ভ্রান্তি।
অনাচার অবিচার ব্যভিচার কোথা নাই?
ধরামাঝে মেলাভার আসল মানুষ হায়!
মুখে দেখ সকলের সুখেদের দেখা নাই
অপ্রাকৃত প্রেমময় ছোঁয়াখানি কোথা পাই?
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, মে ৯, ২০১৯
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০