সে
তাকে ভালোবাসব বলে বাড়িয়ে দিলাম দুটি বাহ,
কণ্টকাকীর্ণ পথে বিছিয়ে দিলাম হৃদয়—
সে মাথা রাখবে বলে।
কিন্তু সদর্পে সে জানিয়ে দিলে,
তাকে ভালোবাসবার মতো প্রেম
আমার হৃদয়ে নেই!
হৃদয়ে যতখানি প্রেম ছিল তার সবটা নিংড়ে
রাখলেম তার চরণতলে।
সেই চরণ—
একদা যাতে বাঁধা নুপুরের ধ্বনিতে
অন্তর হয়েছিল চঞ্চল,
মস্তিষ্ক হয়েছিল বেপরোয়া।
অতঃপর সে জানালে,
এতখানি প্রেম রাখবার জায়গা
ঠিক তার হৃদয়ে নেই।
ইতোমধ্যেই সেটি পূর্ণ অন্য কারোর প্রণয়ে কিংবা অপ্রেম আর অভালোবাসায়!
সেশনঃ ২০১৬-১৭