fbpx

সে

তাকে ভালোবাসব বলে বাড়িয়ে দিলাম দুটি বাহ,

কণ্টকাকীর্ণ পথে বিছিয়ে দিলাম হৃদয়—

সে মাথা রাখবে বলে।

কিন্তু সদর্পে সে জানিয়ে দিলে,

তাকে ভালোবাসবার মতো প্রেম

আমার হৃদয়ে নেই!

হৃদয়ে যতখানি প্রেম ছিল তার সবটা নিংড়ে

রাখলেম তার চরণতলে।

সেই চরণ—

একদা যাতে বাঁধা নুপুরের ধ্বনিতে

অন্তর হয়েছিল চঞ্চল,

মস্তিষ্ক হয়েছিল বেপরোয়া।

অতঃপর সে জানালে,

এতখানি প্রেম রাখবার জায়গা

ঠিক তার হৃদয়ে নেই।

ইতোমধ্যেই সেটি পূর্ণ অন্য কারোর প্রণয়ে কিংবা অপ্রেম আর অভালোবাসায়!

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭

হরিপদ শীল

সেশনঃ ২০১৬-১৭

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়