হেরে গেছি আজ আমি
তোমার জন্য যেইটা স্বাভাবিক
সেইটা কেনো আমার জন্য?
মেনে নেওয়া অমানুষিক।।
একবারও বুঝোনা কেনো,
যেটা করো তুমি তোমার প্রয়োজনে,
কেনো সেটা করোনা,
আমার নয়নের নির্জনে।
জানি, বাস্তবতা মেনে নিতে হবে
চেষ্টা তাই চালিয়ে যাই,
তবুও মনের মাঝে আজ,
পাইনা কোনো ঠাই।
একাকি মন শুধু কাঁদে নিরবে,
কান্না নাহি থামে,
বুক ফেটে যায় শুধু বলতে তোমায়,
হেরে গেছি আমি আজ এই,
বাস্তবতার কাছে!