fbpx

হেরে গেছি আজ আমি

তোমার জন্য যেইটা স্বাভাবিক
সেইটা কেনো আমার জন্য?
মেনে নেওয়া অমানুষিক।।

একবারও বুঝোনা কেনো,
যেটা করো তুমি তোমার প্রয়োজনে,
কেনো সেটা করোনা,
আমার নয়নের নির্জনে।

জানি, বাস্তবতা মেনে নিতে হবে
চেষ্টা তাই চালিয়ে যাই,
তবুও মনের মাঝে আজ,
পাইনা কোনো ঠাই।

একাকি মন শুধু কাঁদে নিরবে,
কান্না নাহি থামে,
বুক ফেটে যায় শুধু বলতে তোমায়,
হেরে গেছি আমি আজ এই,
বাস্তবতার কাছে!

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়