fbpx
বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

বুক রিভিউ: কবি
লেখক-তারাশঙ্কর বন্দোপাধ্যায়

Son of Dom-অ্যাঁ-He is a poet!

জগৎসংসারে অনেক বিস্ময়কর ঘটনা ঘটে, তেমনি এক ঘটনা ঘটলো অট্টহাস গ্রামের মহাদেবী চামুন্ডার পূজার মেলায়। ঘটনা হচ্ছে, বাপ যার চোর, মামু ডাকাত, দাদা ঠ্যাঙাড়ে সেই নেতাই হঠাৎ করেই কবি নিতাইচরন রুপে আত্নপ্রকাশ করলো। তার জন্ম সমাজের নিচু শ্রেনিতে-ডোম বংশে, চুরি, ডাকাতি, সমাজের কালো-অন্ধকারে তার পদার্পনই ছিলো স্বাভাবিক কিন্তু সে তার সমাজ ছেড়ে বেরিয়ে এসেছিলো কৈশোরেই। কবিগান, যাত্রার গান তাকে আকর্ষন করে ফেরে, নিজের গরজে সেই তাদের সঙ্গে মিশে যেতে চায়। কবির এক বন্ধু আছে, রাজন! কবির তারই কাছে বাস, কুলির কাজ করে তার অন্নের যোগান হয়। ভাগ্যের ফেরে সামান্য এক সুযোগ পেয়ে নিতাই যখন কবি হিসেবে স্বীকৃত হলো, তখন সে কুলিগিরি ছেড়ে দিলো, করবেই কি করে? সে যে কবি, হোক না ছোট! তবে কবি একসময় বোঝে ছোটলোকের কবি হওয়া কি নিদারুন দুঃখের কথা। কবির একজন মনের মানুষ ছিলো, ঠাকুরঝি! তার সংসার আছে, স্বামী আছে। সে আসলে নষ্টচাঁদ কবির কাছে, যাকে দেখলে কলঙ্ক হয়। ঠাকুরঝি কালো, কিন্তু কবির চক্ষু কৃষ্ণা ঠাকুরঝির কেশে রক্তাভ ফুল দেখে গান বাঁধে, গায়।কিন্তু কবির গান ঠাকুরঝির মনে যেমন সুর তোলে তেমনি তার সংসারে আগুন জ্বালায়।কবি তার বন্ধু, পরিচিতজন জন্মভিটা ছেড়ে যায়, ঠাকুরঝিকে কলঙ্কের হাত থেকে রেহাই দিতে। বিরহে কবি কোকিল হয়, বসন্তের কোকিল।বসন্ত ঝুমুর দলের মেয়ে, দেহব্যবসায়ীনি। বসন্তের রুপে চমক আছে, শরীরে উন্মাদনা আছে। কবি তাদের দলের সাথে পথে পথে ঘোরে, অশ্লীল গান গায়, বসন্তের সাথে ভালোবাসাবাসি হয়। তবে বসন্ত তার একলার নয়, বখরা দিতে হয় খদ্দেরকে। কবির জীবনে সুখ নামক বাহুল্য বেশিদিন থাকে না, একসময় মনকে শান্ত করতে কবি কাশি যায়।কিন্তু সেথায় শান্তি কই? কবির জীবনে এরপরের ঘটনাপ্রবাহ আছে বই এ, আছে ঠাকুরঝি আর বসন্তের ঠিকানা। কবির জীবনপ্রবাহে বুঁদ হয়ে শেষ হয় গল্প, কবি’র গল্প।

কবি উপন্যাস এর মূল উপজীব্য গ্রামীণ জীবন, সমাজের উঁচুনিচু স্তর,একজন স্বভাব কবির জীবনের জটিলতম অনুভুতি উপন্যাসের শুরুতেই পাঠককে মুগ্ধ করবে। এক বেশ্যার যাপিত জীবন, তাদের পথচলা, ভিতরের দ্বন্দ্ব, ঔপন্যাসিক চমৎকার করে একজন পাঠককে আকৃষ্ট করবে। মূল চরিত্র ছাড়াও, অন্যসকল চরিত্রগুলোর সূক্ষ্ম বর্ননা বইটিকে অসাধারন করে তোলে। জীবন আসলে কি, কতটুকু, বইয়ের শেষে ভাবতে হবে বারবার। বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কবিয়ালের মুখে বাধা গানের লাইনগুলো এই বইকে আলাদা করে। প্রত্যেকটা গানের রেশ বই পড়ার পরে আরো অনেকটা সময় ধরে থেকে যাবে। বাংলা সাহিত্যপাঠক মাত্র কবি উপন্যাস টি সুখপাঠ্য হবে বলেই আশা করছি।

প্রিয় উক্তি:

১.”কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদ কেনে? কালো কেশে রাঙা কুসুম হেরেছ কি নয়নে?”

২.”এই খেদ আমার মনে। ভালোবেসে মিটল না আশ-কুলাল না এ জীবনে হায়,জীবন এত ছোট কেনে? এ ভুবনে?”

৩. মরন তোমার হার হলো যে মনের কাছে,

ভাবলে যারে কেড়ে নিলে, সে যে দেখি মনেই আছে।

ভালোবাসা না মেটার আশ মনের মধ্যে রেখে সুখপাঠ্য হোক কবি উপন্যাস।

Prize Owner Book Review 1st
Book1

প্যাপাইরাসের অনলাইন সংস্করণের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বুক রিভিউ লিখাতে প্রথম
ইকরা মুন নেছা