শুনছি এখন
ক্ষতবিক্ষত মনের না বলা কথন;
যে মন পড়ে ছিল অবহেলায়
ছিল না কোনো যতন।
হাজারো কণ্ঠের ভীড়ে,
ক্লান্তি – অবসাদকে ঘিরে,
এই মন যাচ্ছিল
উদ্বেগ – উৎকণ্ঠার তীরে।
চরম ব্যাকুলতায় কেঁপে,
শক্তভাবে আবেগ চেপে,
কোমল হৃদয় চলছিল
ক্ষতের পরিমাণ মেপে।
একটুখানি মমতায়
মিটে যেত সকল দুঃখ -কাতরতা,
সহযোগিতা আর অনুপ্রেরণার বলে
দূর হতো মনের ভয় ও জড়তা ।
- আনুশি আরভীনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a8/বৃহস্পতিবার, জুন ১১, ২০২০
- আনুশি আরভীনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a8/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১১, ২০২১
- আনুশি আরভীনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a8/বৃহস্পতিবার, মে ১৩, ২০২১
- আনুশি আরভীনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a8/বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২