fbpx

কষ্ট

কেউ পারে দোষারোপ করতে
কেউ পারে কাঁটা গায়ে নুনের ছিটা দিতে
একবারও কি কেউ জিজ্ঞেস করেছে
“কেমন আছো?”
“তুমি ভালো আছো?”
“দিনকাল কেমন যাচ্ছে?”
“কোনো সমস্যা আছে?”
“আচ্ছা তোমার পায়ে যে ব্যথা ছিল”
“সেটা কি সেরে গিয়েছে?”
স্বার্থপর এই পৃথিবীতে
কে রাখে অন্য মানুষের খবর?
কে এমন আছে যে পারে
সহযোগিতার হাত বাড়িয়ে দিতে?
কাঁধের বোঝা ভাগাভাগি করে
আমার কাঁধ হালকা করতে?
ছুতা পেলেই
মুখোমুখি হোক কিংবা যান্ত্রিক উপায়ে
সরাসরি হোক কিংবা আড়ালে আড়ালে
পারে মানুষ ব্যথা দিতে
একবার আসো আমার স্থানে
একবার সুর মেলাও দায়িত্বের গানে
একবার সম্মুখীন হও এরূপ পরিস্থিতির –
তখন বুঝতে পারবে আমার কষ্ট।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৮ - ২০১৯

আনুশি আরভীন

সেশনঃ ২০১৮ - ২০১৯