জুন ২০, ২০২৫

নবীনের ঝংকার

নতুন রঙে, নতুন আঙ্গিকে
সেজেছে এই প্রাঙ্গণ নবীনদের আগমনে,
চিরচেনা প্রাঙ্গণে পদধ্বনির আওয়াজে
স্পন্দনের ঢেউ বয়ে চলছে ক্ষণে ক্ষণে।
স্বপ্নীল নয়নের কৌতূহলী দৃষ্টিতে,
চঞ্চল মনের সঞ্জীবনী শক্তিতে,
উদ্দীপনার জোয়ারে উত্তাল এই প্রাঙ্গণ
নবীনদের প্রাণোচ্ছল আগমনে।
মহিমাময় পথযাত্রার সহযাত্রী হয়ে
হে নবীন পথযাত্রীরা,
প্রতিভার অরণ্যে সৃজনশীলতার ফুলের সৌরভ
ছড়িয়ে দাও পথে-প্রান্তরে, আকাশে বাতাসে
ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে
বিকশিত করো মন নির্মল জীবনের উদ্দেশ্যে।

আনুশী আরভীন
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৮ - ২০১৯

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp