আমার শহরে সাহিত্য ভাবনা
ঐশ্বর্যপূর্ন এই লোকালয়ের ভিড়ে যতটুকু সময় আমি ঐশ্বর্যের মোহে ছুটিয়াছি তাহার একভাগ যদি আপন লোকালয়ে ভ্রুক্ষেপ করিতাম তাহলে হয়তোবা এখন এক মস্ত বড় সাহিত্যক হিসেবেই সমাধিক খ্যাতি অর্জন করিতাম। অনেকেই তাহা শ্রবন করিয়া ওষ্ঠদ্বয়ে তাচ্ছিল্যের হাসি রেখা ফুটাইয়া তুলিত এবং তাহার সহিত বিরবির করিয়া কিংবা সশব্দেই আমাকে পাগল বলিয়া ঠাহর করিত। কিন্তু তাঁহারা কি কোনোকালে বুঝিবে ইহাই আমার স্বপ্নলোক। এইতো সেদিনের কথা হঠাৎ করিয়াই পরিচিত একজনের সহিত দেখা হইয়া গেলো। কুশল বিনিময় শেষে সে জিজ্ঞাসা করিল পরবর্তী কালে আমি কি করিব বলে ভাবিতেছি। সবিনয়ে আমি তাহাকে বলিলাম বর্তমানে আমি সাহিত্য চর্চায় মনোনিবেশ করিতেছি এবং পরবর্তীকালে ইহাই করিব ভাবিতেছি। হাসিয়া সে বলিল সাহিত্য চর্চার বর্তমানে কোনো কদর নেই এবং সে আমাকে পরামর্শ দিয়ে বলিল ভালো একটি চাকরি করার জন্য ভাবিতে, তাহলেই নাকি আমার ভবিষ্যৎ উজ্জ্বল হইবে। শুধু সে নয় যতজনকেই আমি আমার স্বপ্নলোকের কথা বলিয়াছি তাঁহারা প্রতেকেই তা ব্যঙ্গ করিয়া উড়াইয়া দিয়াছে এবং আমাকে চাকরির জন্য পরামর্শ দিয়াছে। কিন্তু তাহারা কি কোন কালে বুঝিবে আমারও একটা নিজস্ব কল্পনা জগৎ আছে। যাহার মধ্যে নেই কোন ব্যস্ততা, নেই কোন ঐশ্বর্য অর্জনের প্রতিযোগিতা। যেথায় নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়া কোন কাজই করিতে হয় না। যাহা শুধু আমারই জগৎ এবং আমি যেইভাবে চাইবো সেই ভাবেই এই জগৎ পরিচালিত হইবে।