মার্চ ১৯, ২০২৫

সামাদ স্মৃতি টুর্নামেন্ট ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একাডেমিক শ্রেষ্ঠত্বের পাশাপাশি রয়েছে খেলাধুলার গৌরবময় ইতিহাস। পরিসংখ্যানের গণনা, সম্ভাবনা, প্রতিসমতার লেখচিত্রের জোড়াতালি জীবনে প্রতিবছরই এ বিভাগ থেকে বিভিন্ন ধরনের ইনডোর-আউটডোর গেমসের আয়োজন করা হয় এবং আয়োজনগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা। প্রতি দুই বছর অন্তর অন্তর আয়োজিত হয়ে থাকে “সামাদ স্মৃতি টুর্নামেন্ট।” বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম খেতাবে ভূষিত, লেফটেন্যান্ট আশফাকুস সামাদ- এর স্মৃতিতে এই টুর্নামেন্টের নামকরণ করা হয় “সামাদ স্মৃতি টুর্নামেন্ট।”

গত ৭ জানুয়ারি, ২০২৫ পরিসংখ্যান বিভাগের ৭১তম ব্যাচের আয়োজনে পর্দা উঠে “সামাদ স্মৃতি টুর্নামেন্ট ২০২৪”- এর। উদ্দীপ্ত-৭১ ব্যাচ খুবই চমৎকারভাবে হ্যারি-পটারের ম্যাজিক ওয়ার্ল্ড থিমে ৩দিন ব্যাপী এই টুর্নামেন্টটি পরিচালনা করে। প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীরা এবং কর্মচারীগণ। হগওয়ার্টেসের রোমাঞ্চকর সফরে সবাইকে ভাগ করে দেয়া হয় ৪টি হাউজে- “Gryffindor“, “Ravenclaw“, “Hufflepuff”, “Slytherin“। গত ৭, ৮ এবং ৯ জানুয়ারি টুর্নামেন্টের আমেজে মুখোরিত ছিলো পরিসংখ্যান বিভাগ।

০৭ জানুয়ারি সকাল ১০:০০ ঘটিকায় ৪০১ নং কক্ষে অনুষ্ঠিত হয় “সামাদ স্মৃতি টুর্নামেন্ট-২০২৪”- এর উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং কর্মচারীগণ। এই টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড.জাফর আহমেদ খান। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে পালাক্রমে শুরু হয় টুর্নামেন্টের খেলাগুলো। বিভাগের ৪০১, ৪০২, ৪০৬ নং কক্ষ এবং জিমনেশিয়ামে আয়োজন করা হয় প্রতিযোগিতাগুলো।

টুর্নামেন্টের প্রথম দিন আয়োজন করা হয় দাবা (একক এবং দ্বৈত), ক্যারম(একক) এবং রুবিস্ক কিউব, ডার্ট(ছেলে), কার্ড-২৯(মেয়ে)খেলার। প্রথম দিনের বিজয়ীগণ হলেন:

‌‌> দাবা (মেয়ে)

১. জান্নাতুল ফেরদৌস (৭৩তম ব্যাচ)

২. ইসরাত জাহান জোহা (৭১তম ব্যাচ)

 > দাবা (ছেলে)

১. আব্দুর রব (৬৯তম ব্যাচ)

২. হাসনাইন আহমেদ আলভী (৬৮তম ব্যাচ)

> ক্যারম (মেয়ে)

১. লুতফিয়া সিদ্দিকা জেরিন (৭৩তম ব্যাচ)

২. ইসরাত জাহান নাফিছা (৭১তম ব্যাচ)

 > ক্যারম (ছেলে)

১. তুষার ইমরান (৭১তম ব্যাচ)

২. মো: তাহমিদুল ইসলাম তুর্য্য (৭১তম ব্যাচ)

> রুবিস্ক কিউব (ছেলে)

১. নাভিদ নেওয়াজ (৬৯তম ব্যাচ)

২. ইখতিয়ার হোসেন (৭১তম ব্যাচ)

> রুবিস্ক কিউব (মেয়ে)

১. ঋষিমা আনজুম ঋষা (৭২তম ব্যাচ)

২. আরিয়া রহমান অরিষা (৭২তম ব্যাচ)

> ডার্ট (ছেলে)

১. হাসনাইন আহমেদ আলভী (৬৮তম ব্যাচ)

২. ফাহাদুল হোসেন (৬৮তম ব্যাচ)

> কার্ড-২৯ (মেয়ে)

১. রাফাহ আসসারীরাহ্ (৭১তম ব্যাচ) এবং সুমাইয়া বিনতে মাসুদ (৭২তম ব্যাচ)

২. সুমাইয়া তাবাসসুম (৭০তম ব্যাচ) এবং সরদার মালা ইসলাম নুপা (৭০তম ব্যাচ)

প্রথম দিন শেষে নিজের হাউসের জন্য একটু একটু পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দিন শুরু করে প্রতিযোগীরা। দ্বিতীয় দিনে আয়োজিত ক্যারম(দ্বৈত), ডার্ট(মেয়ে), কার্ড-২৯(ছেলে), কল ব্রিজ, টেবিল টেনিস(ছেলে) বিজয়ীগণ হলেন:

> ক্যারম (দ্বৈত-মেয়ে)

১. ইসরাত জাহান নাফিছা (৭১তম ব্যাচ) এবং ইসরাত জাহান জোহা (৭১তম ব্যাচ)

২. লুতফিয়া সিদ্দিকা জেরিন (৭৩তম ব্যাচ)  এবং নুসরাত মিলি (৬৯তম ব্যাচ)

> ক্যারম (দ্বৈত-ছেলে)

১. তুষার ইমরান (৭১তম ব্যাচ) এবং মোঃ নাঈম হোসেন (৭১তম ব্যাচ)

২. সালমান সাকিব (৬৮তম ব্যাচ) এবং নাজমুল হক (৬৮তম ব্যাচ)

> ডার্ট (মেয়ে)

১. জান্নাতুল নাঈম লায়লা (৭১তম ব্যাচ)

২. রায়েতা করিম রোহিনী (৭১তম ব্যাচ)

> কার্ড-২৯ (ছেলে)

১. রিয়াজ উদ্দিন আহমেদ (৭২তম ব্যাচ) এবং মো. ইন্তেখাব হোসেন নিয়াজ (৭২তম ব্যাচ)

২. আব্দুর রব (৬৯তম ব্যাচ) এবং মো. ইব্রাহিম আলি (৬৯তম ব্যাচ)

> কল ব্রিজ (মেয়ে)

১. রাফাহ আসসারীরাহ্ (৭১তম ব্যাচ)

২. ইসরাত জাহান নাফিছা (৭১তম ব্যাচ)

> টেবিল টেনিস (একক-ছেলে)

১. মো. আশিকুর রহমান হৃদয় (৬৯তম ব্যাচ)

২. মহিউদ্দীন সিদ্দিকী (৭১তম ব্যাচ)

প্রতিদ্বন্দিতাপূর্ণ দ্বিতীয় দিন শেষে শুরু হয় টুর্নামেন্টের তৃতীয় দিনের অর্থাৎ সর্বশেষ দিনের আয়োজন। সর্বশেষ দিনে আয়োজিত ব্যাডমিন্টন ও টেবিল টেনিস, ইন্টারন্যাশনাল ব্রীজ খেলার বিজয়ীগণ-

> ব্যাডমিন্টন (একক-ছেলে)

১. তুষার ইমরান (৭১তম ব্যাচ)

২. মুত্তাসিন বিল্লাহ (৬৮তম ব্যাচ)

> ব্যাডমিন্টন (একক-মেয়ে)

১. জাইমা সুরাইয়া জেমি (৬৯তম ব্যাচ)

২. ইসরাত ইমু (৭০তম ব্যাচ)

 > ব্যাডমিন্টন (দ্বৈত-ছেলে)

১. মুত্তাসিন বিল্লাহ (৬৮তম ব্যাচ) এবং নিলয় দাস (৭৩ব্যাচ)

২. তুষার  ইমরান (৭১তম ব্যাচ) এবং মোহাম্মদ মনোয়ার হোসেন সজিব (৭১তম ব্যাচ)

> ব্যাডমিন্টন (দ্বৈত-মেয়ে)

১. জাইমা সুরাইয়া জেমি (৬৯তম ব্যাচ) এবং অনসূয়া কর্মকার (৬৯তম ব্যাচ)

২. রিজওনা বিনতে রহিম (৭০তম ব্যাচ) এবং সুমাইয়া আক্তার মুক্তা (৭৩তম ব্যাচ)

 > টেবিল টেনিস (দ্বৈত-ছেলে)

১. ফাহাদুল হোসেন (৬৮তম ব্যাচ) এবং লিখন আলী (৬৮তম ব্যাচ)

২. আশিকুর  রহমান হৃদয় (৬৯তম ব্যাচ) এবং আশিক আজিম (৬৯তম ব্যাচ)

> টেবিল টেনিস (দ্বৈত-মেয়ে)

১. নুসরাত মিলি (৬৯তমব্যাচ) এবং  আমিনা বিনতে খাজা (৬৯তম ব্যাচ)

২. সায়েমা আঞ্জুম বিভা (৭২তম ব্যাচ) এবং ঋষিমা আনজুম ঋষা (৭২তম ব্যাচ)

> টেবিল টেনিস (একক-মেয়ে)

১. নওশীন তাবাসসুম সোহানা (শিক্ষক)

২. নুসরাত মিলি (৬৯তম ব্যাচ)

> ইন্টারন্যাশনাল ব্রীজ

১. শাহারিয়ার কামাল নিবিড় (৭২তম ব্যাচ) এবং হিমেল সরকার রিভু (৭২তম ব্যাচ)

২. ড. এরশাদুল হক (শিক্ষক) এবং  ড. জাকির হোসেন (শিক্ষক)

তিনদিনের টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই আর প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে আয়োজিত টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ১৫০০ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অর্জন করে হাউস “Gryffindor“। ১১৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে হাউস “Ravenclaw“। হাউস “Hufflepuff” এবং “Slytherin” যথাক্রমে ১০৫০ এবং ৯৫০ টুর্নামেন্ট শেষ করে। আর ঠিক এমনভাবেই জমজমাট আর আনন্দঘন পরিবেশে সমাপ্তি ঘটে “সামাদ স্মৃতি টুর্নামেন্ট-২০২৪”- এর।

প্রতিবেদক

কাজী শাফিন আলম(ব্যাচ-৭২)

যারীন তাসনীম অনন্যা(ব্যাচ-৭২)

ইসরাত জাহান নাফিছা (ব্যাচ-৭১)

মো: মুহেব্বুল ইসলাম (ব্যাচ-৭১)

নুঝাত নাজিয়া (ব্যাচ-৭১)