শীত মানে কুয়াশার চাদর ঘেরা দিন
শীত মানে লেপের ভিতর আরো একটু ঘুমিয়ে নেই
শীতের সকালে রোজ পিঠে-পুলির আসর,
আবার দিন ফুরালে ব্যাডমিন্টনের ঝোঁক।
বেলা বাড়লে সাথে এক কাপ কফি আর হাসাহাসি,
বিকাল পার হলে আবার চায়ের কাপে ভাসি।
ব্যস্ত এ শহরে সবই চলে একটু ধীরে ধীরে
মানুষগুলো ভাবে কখন যাবে বাড়ি ফিরে?
কিন্তু সত্যিই কি শীত এতটাই সুন্দর ?
তবে চেয়ে দেখো, আমাদের পাশেই
কোনো এক শিশু কাপছে ঠণঠণ করে,
কোনো এক কুকুর
শুধু চেয়ে আছে আকাশের পানে,
শুধুমাত্র একরশ্মি সূর্যের আলোর জন্যে।
তুমি, আমি তো থাকি লেপের ভিতরে
বাইরে বেরিয়ে দেখো,
কোনো এক দিনমজুর বের হয়েছে
সূর্য উঠার আগেই।
শুধুমাত্র তার পরিবারের মুখে,
দু-মুঠো অন্ন তোলার জন্যে।
তাহলে কি বলবে তুমি শীতকে?
সে কি সুন্দর নাকি নিষ্ঠুর?
আসলে শীত একটু কঠোর।
সে আমাদের শিখায় কনকনে ঠান্ডায়
ক্ষুধার জ্বালাতন।
সে শিখায় দুঃখের সময় পার করে
সুখের আগমন।
এভাবেই চুপ করে চলে যায় শীত
বসন্তের শুভেচ্ছা জানিয়ে।
আবার আসবে বছর ঘিরে
সেই কুয়াশা এবং রুক্ষতা নিয়ে।
- এ.এস.এ. মুস্তানসির বিল্লাহhttps://www.thepapyrus.org/author/%e0%a6%8f-%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%8f-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9/বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
- এ.এস.এ. মুস্তানসির বিল্লাহhttps://www.thepapyrus.org/author/%e0%a6%8f-%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%8f-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9/বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫