fbpx

তোমার জন্য

কথা না রাখা নিরালা মধ্যাহ্নে
শ্রান্তি ও নিদ্রা কামনাদীপ্ত চোখ মেলে রেখেছি
তোমার জন্য ।

পড়ন্ত বিকেলে সাদা বকের পিঠে
অন্তরাগের মায়ায় মসলিন বুনেছি
তোমার জন্য ।

দিবা স্বপ্নের ফুলঝুরিতে হঠাৎ আনমনে
স্মৃতির ধূলিমাখা স্টেশনে ঝাড়ুদার হয়েছি
তোমার জন্য ।

অষ্টাদশী যৌবনোন্মুখী বালিকা বধূও লাল রঙা
কাঁড়ির সলজ্জ হাসির উপঢৌকন নিয়ে এসেছি
তোমার জন্য ।

হেনা-চাপা-বকুল-কেয়ার মত সুতীব্র দূর সঞ্চারী
সুগন্ধের মোহরানায় স্বপ্নের বাসর রচেছি
তোমার জন্য ।

মো: সাদিক বিন জামান রিফাত

সেশন: ২০১২ - ২০১৩