fbpx

জীবন-ঋতু

ফাগুনের রিরংসু বাসনায়
ভ্রাম্যমান সমীরণের পরশ যেন
শীতাতপ যন্ত্রে নিষ্পেষিত
অথচ অকৃত্রিমতার চাদরে মোড়া প্রকৃতির প্রসাদ!
মুকুলের কাঁচা স্বাদের প্রস্রবণ,
মাধুকরী হয়ে ঘ্রাণেন্দ্রিয়ে পৌঁছে
শীতের আড়মোড়া ভাঙা সমীরণ
জানায় তার উপস্থিতি।
পলাশ-কৃষ্ণচূড়ার লাজুকতার বাসর শেষে নবপরিনীতার বেশে –
রক্তিম অধরের আভায় ছেয়ে ফেলা জীর্ণ জনপথ;
ঘোষণা করে ওদের বুভুক্ষু স্পন্দনের যবনিকা!
বিষণ্ণ রাত্রিরা ওদের দীর্ঘ কথকতার পোটলা নিয়ে
পাড়ি জমায় দৃষ্টির অসীমে।
কথকের অসমাপ্ত গল্পগুলো শিকেয় তোলা থাকে পুনরাবর্তনের পথ চেয়ে!
নিঃসঙ্গতার দীর্ঘরাত্রির সহচরী হয়ে থাকা
কুয়াশাভেজা বিহগ গুলো
বিবাগী হয় রাতের অবসানে।
কোকিলেরা সুর তুলে সেথায় বসে,
যেই সুরের মাদকতায় –
স্মৃতি হারানোর বীজ বপিত হয় আনমনে।
বসন্তের বসনের অলীক কালক্ষেপণে
বিস্মৃতির সীমারেখা অসীমতটে ভিড় জমায়
আত্মাভিমানী ডুবোচরায় আটকে পড়ায়
ওদের আর ফেরা হয়না জীবন-ঋতুর কালচক্রে!

প্রাক্তন শিক্ষার্থী | সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট