জুন ১৮, ২০২৫

মেঘ মাতম

বাবা… দেখো বৃষ্টি হচ্ছে
উঠোন ধোয়া স্বপ্ন ভেজা
গড়াই নদীর চিবুক চেরা
মাঝ আষাঢ়ের কদম ফোটা
কাকভেজা ভোর বৃষ্টি হচ্ছে ।

হাটের পথে কাঁদার ঘোলে
তোমার আঙ্গুল জড়িয়ে ধরে
তোমার বুকের মধ্যিখানে
জায়গা হতো এই আষাঢ়ে ।
তুমি ভিজতে, পথ ভিজতো
তার উপর ভিজতো কদম,
তারই মাঝে মন বিবাগী
কেমনে আড়াল রাখবে জনম ।
এই বুকেরই গরম যেন
শেষ পৌষের উনুন ধোঁয়া
এই বুকেরই নরমে যেন
সবচেয়ে সুখের স্বর্গ ছোঁয়া ।

কত আষাঢ়ে কত শ্রাবণে
তোমার বোনা বীজ যতনে,
হচ্ছে বড় সেই উঠোনে
তোমার পরশ নেই যেখানে ।
আজকে আমি মেঘ মাতমে
ফিরছি বুকে তোমার বুকে,
চুপটি শুয়ে আছ তুমি
বকুল তলায় মাটির বুকে ।
মাটির ঘরে ভিজছো বাবা
কেমন করে আড়াল করি?
ভিজছে বকুল, ভিজছে শালিক
কেমন করে হাসছো বাবা?
কি যতনে বলছো, “খোকা,
ভিজে যাচ্ছিস, যা ফিরে যা”।তোমায় ফেলে কেমন করে
ফিরবো এমন মাঝ আষাঢ়ে
বাবা… দেখো বৃষ্টি হচ্ছে
কাকভেজা ভোর বৃষ্টি হচ্ছে ।

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ