আজ রাতে ঘুমাবো না,
বেলকনির চেয়ারটাতে বসে থাকবো
মাঝে মাঝে দাঁড়িয়ে থাকবো,
কিংবা করিডোরে পায়চারি দেবো ।
আজ রাতে ঘুমাবোনা,
শুধু চোখ বুজে থেমে যাব,
থেমে যাবো মেঘের ওপারেতে বন্ধক রাখা স্মৃতিগুলোতে
কিংবা অন্তঃসারশূন্য স্বপ্নধুলোতে ।
আজ রাতে কিছুতেই ঘুমাবো না
বৃষ্টিভেজা ঝড় এসেছে বলে,
বহুদিন পরে নগরীর কুৎসিত কাকগুলো ভিজতে চেয়েছে বলে,
আবারো ফুটপাতের ধুলোগুলো কাদাপানি হয়েছে বলে ।
আজ রাতে আমার ঘুম হবে না,
তোমার কথা কানে বাজবে বলে
ভাবতে থাকা স্মৃতিগুলো চলতে চলতে থেমে যাবে বলে,
কিংবা ঘুমিয়ে গেলে ডানা ঝাপটে দুঃস্বপ্ন ফিরবে বলে ।
কিছুতেই ঘুম হবে না
এই রাতটা মিস্ করে যাব বলে,
নোংরা শহর পরিষ্কার হতে চাইছে বলে
কিংবা অন্তর বানে ভেসে যাচ্ছি বলে ।
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বুধবার, এপ্রিল ১৭, ২০১৯
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, মে ৯, ২০১৯
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, জুন ১৩, ২০১৯
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, জুন ১৩, ২০১৯
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, জুলাই ১১, ২০১৯