fbpx

অক্টোবর ১৬, ২০২৪

জিজ্ঞাসা

হে আশরাফুল মাখলুকাত! হে জীব সৃষ্টির সেরা,
কোথায় তোমার নীতি, কেন আজ তুমি নৈতিকতা হারা?

কেন তুমি ছুটে চলেছ কেবল দৌলত পানে-
জ্ঞান যে সর্বশ্রেষ্ঠ সম্পদ তা কি তোমার অন্তর জানে?

কেন আজ তুমি অতিক্রম করছ বর্বরতার সব সীমারেখা-
কেন তোমার অন্তরে জলে না ন্যায়ের অগ্নিশিখা?

যে নারী তোমার মায়ের জাতি, তার সম্মানে তুমি হানছ শুল-
জানো কি তুমি, দিতে হবে তোমায় এ ক্ষমাহীন ভুলের মাশুল।

বলো ‘তনু’-দের মিছিল হবে দীর্ঘ আর কত?
কত বর্বর ‘বদরুল’-দের ছুরি হবে রক্তাক্ত?

তাই এসো করি আজ নিজেকে জিজ্ঞাসা,
দূর করি চলো অন্যায় দুর্নীতির কুৎসিত কুয়াশা ৷

এসো বাঁধি এ সমাজকে সম্প্রীতির বন্ধনে,
তবেই সুখ ধরা দেবে এ পৃথিবী অঙ্গনে।