fbpx

চলো একদিন

চলো একদিন দেখা করি।
বর্ষার বৃষ্টি শেষে এক কদম তলায়,
রংধনু দেখবো, দেবো একগুচ্ছ প্রথম কদমফুল।
অথবা বৃষ্টিস্নাত দিনে তোমার বাড়ির সামনে যাবো,
তুমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি ছোঁবে,
বৃষ্টিতে ভিজে চুপসানো আমি,
ক্যাবলা হাসি দিয়ে দেখবো তোমায়।
কিংবা ছোট্ট নৌকায়, শরতের শুভ্র সকালে।
কিংবা হেমন্তের শুরুতে শিশির ভেজা ঘাসে,
খোলা আকাশের নিচে, হেঁটে বেড়াই  খালি পায়ে।
কিংবা শীতের কুয়াশায় হারিয়ে
স্বাদ নেবো টাটকা খেজুর রসের, তুমি আর আমি।
কিংবা একটা টঙ দোকানে
ধোঁয়া ওঠা গরম চা হাতে, তাকাবো ভীষণ সরলতায়।
চলো একদিন দেখা করি।

চলো একদিন ভাল বন্ধু হই।
মন খুলে বলে দেই, যা ইচ্ছে
যেখানে তোমাতে আমাতে কোন জড়তা নেই।

চলো একদিন পাখি হই।
হারিয়ে যাই অজানায়,
হারানো শেষে নীড়ে ফিরি, পরিতৃপ্ত মনে।

চলো একদিন স্বপ্ন গোছাই,
সত্য হই, আর ভালবাসি।

আবরার ফাহিম সুহাস

সেশন: ২০১৬-২০১৭

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়