fbpx

চলো একদিন

চলো একদিন দেখা করি।
বর্ষার বৃষ্টি শেষে এক কদম তলায়,
রংধনু দেখবো, দেবো একগুচ্ছ প্রথম কদমফুল।
অথবা বৃষ্টিস্নাত দিনে তোমার বাড়ির সামনে যাবো,
তুমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি ছোঁবে,
বৃষ্টিতে ভিজে চুপসানো আমি,
ক্যাবলা হাসি দিয়ে দেখবো তোমায়।
কিংবা ছোট্ট নৌকায়, শরতের শুভ্র সকালে।
কিংবা হেমন্তের শুরুতে শিশির ভেজা ঘাসে,
খোলা আকাশের নিচে, হেঁটে বেড়াই  খালি পায়ে।
কিংবা শীতের কুয়াশায় হারিয়ে
স্বাদ নেবো টাটকা খেজুর রসের, তুমি আর আমি।
কিংবা একটা টঙ দোকানে
ধোঁয়া ওঠা গরম চা হাতে, তাকাবো ভীষণ সরলতায়।
চলো একদিন দেখা করি।

চলো একদিন ভাল বন্ধু হই।
মন খুলে বলে দেই, যা ইচ্ছে
যেখানে তোমাতে আমাতে কোন জড়তা নেই।

চলো একদিন পাখি হই।
হারিয়ে যাই অজানায়,
হারানো শেষে নীড়ে ফিরি, পরিতৃপ্ত মনে।

চলো একদিন স্বপ্ন গোছাই,
সত্য হই, আর ভালবাসি।

আবরার ফাহিম সুহাস

সেশন: ২০১৬-২০১৭